প্রেমিকার বাড়িতে প্রেমিকের বন্ধুকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৩ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে প্রেমিকের বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনায় অন্তত আরো সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামের পাঁচ বাড়িয়া এলাকার কুলা বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো.পারভোজ হোসেন (২২) একই উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জুবিখালী গ্রামের কাজাগো বাড়ির আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, জিহাদ (২৮), জাহেদ (২৪), জুয়েল (২৪), নানিক (২৫), রিয়াদ (৩০), ফরহাদ (২৫) ও আজাদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহত পারভেজের বন্ধু সুজন (১৮) তার প্রেমিকার ফোন পেয়ে তার বাড়িতে যান। সেখানে প্রেমিকার বাবা শাহ আলম ও এলাকার লোকজন সন্ধ্যা ৭টায় তাকে আটক করে।

এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাকে আটকে রেখে ১০ লাখ টাকা দাবি করেন প্রেমিকার বাবা ও ভাই। তা না হলে তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে জানায় তারা।

খবর পেয়ে আটক সুজনের ভাই ও এলাকাবাসী সোমবার রাতেই প্রেমিকার বাড়িতে যায় তাকে ছাড়িয়ে আনতে। তবে তারা ব্যর্থ হয়।

পরবর্তীতে মঙ্গলবার সকাল ১০টায় সুজনের ভাই, এলাকাবাসী, বন্ধুরা একত্রিত হয়ে পুনরায় প্রেমিকার বাড়িতে গেলে প্রেমিকার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আটক সুজনের বন্ধু পারভেজ গুরুতর আহত হন। পরে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবককে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বন্ধুর মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।