তিন মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের জামিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর তিন মামলায় গ্রেফতার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক নবণীতা গুহ বাদলের তিন মামলায় জামিন মঞ্জুর করেন।
বাদলের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিজানুর রহমান বাদলের মুক্তিতে এখন কোনো বাধা নেই।’
গত ১১ মার্চ বিকেলে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বাদলকে গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া তিনটি মামালায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলাগুলো হলো- কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ- ২০ ফেব্রুয়ারি ২০২১, কোম্পানীগঞ্জ থানার মামলা নং- ১৩, তারিখ- ১০ মার্চ ২০২১ ও কোম্পানীগঞ্জ থানার মামলা নং- ১৫, তারিখ- ১১ মার্চ ২০২১
স্থানীয়ভাবে জানা গেছে, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষে নেতৃত্ব দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও অন্য পক্ষে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
এদিকে উভয় পক্ষের সংঘর্ষের সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
এসজে/এএসএম