স্বামীর বিরুদ্ধে ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৩ মার্চ ২০২১

নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামে পারিবারিক কলহের জের ধরে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে মোসা. মৌসুমী খাতুন নামের ওই নারীকে হত্যা করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্বামী খায়রুল মোল্যা ওরফে মানোর বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে। তিনি নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের শাহাদাত মোল্যার ছেলে।

নিহত মৌসুমী যশোর সদর উপজেলার উত্তর নলিতাদহ গ্রামের মোতালেব মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ৮ বছর আগে খায়রুল মোল্যা ওরফে মানোর সঙ্গে মৌসুমী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে মারিয়া (৭) ও চাঁদনী (৮ মাস) নামের দুই কন্যাসন্তানের জন্ম হয়। তবে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

মৌসুমী খাতুনের বাবা মোতালেব মিয়া অভিযোগ করে বলেন, ‘‘আমার চার মাসের গর্ভবতী মেয়ে মৌসুমী সোমবার রাত প্রায় ১১টার সময় আমাকে মোবাইলে ফোনে জানায়, ‘আব্বা আমাকে বাঁচাও। আমি খুব বিপদে আছি।’ তখন আমি তাকে নানা ধরনের কথা বলে সান্ত্বনা দেই। পরে মঙ্গলবার সকালে খবর পাই মেয়ে মারা গেছে। খবর পেয়ে দ্রুত সীমাখালী জামাই বাড়ি এসে দেখতে পাই মেয়ের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। কান দিয়ে রক্ত পড়ছে।স্থানীয় কয়েকজন আমাকে জানান, মানো সোমবার রাতে সীমাখালী ঘাটে জুয়া খেলছিল। মৌসুমী এসে মানোর জুয়া খেলার প্রতিবাদ করায় ঘটনাস্থলে সে আমার মেয়েকে মারপিট করে। পরবর্তীতে বাড়ি ফিরে ওই রাতে আমার মেয়েকে হত্যা করে গলায় রশি ঝুলিয়ে পালিয়ে যায়। আমি আমার মেয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

নিহতের ফুফাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, খায়রুল মোল্যা ওরফে মানো নেশাগ্রস্ত ও জুয়াখেলায় আসক্ত। আমার বোন এসবের প্রতিবাদ করলে তাকে প্রায় মারপিট করতেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হাফিজুল নিলু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।