স্কুলছাত্রীকে উত্যক্ত করায় শ্রীঘরে বখাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৩ মার্চ ২০২১

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করার সময় সাব্বির কাজী (১৮) নামে এক বখাটে কিশোরকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে স্থানীয় এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান।

আটককৃত বখাটে কিশোর সাব্বির কাজী শহরতলীর পুলিশ লাইন এলাকার ইসলাম কাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয়ের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্কুলছাত্রীকে উত্যক্ত করার সময় বখাটে কিশোর সাব্বির কাজীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ওই কিশোরের সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।’

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।