সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরগঞ্জ পলিটেকনিকে সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৪ মার্চ ২০২১

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আট ছাত্র আহত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র নিয়ে ইনস্টিটিউটের আবাসিক ছাত্র ও বাইরে ম্যাসে বসবাসকারী দুই ছাত্রের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ম্যাসে থাকা কয়েকজন ছাত্র ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নিতে গেলে আবাসিক হলের ছাত্ররা তাদের ওপর হামলা করে।

এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত আটজন আহত হন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রদের অভিযোগ, ছাত্রদের বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলা হলেও তিনি বিষয়টি আমলে না নেয়ায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নূর মোহাম্মদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।