ছয় ইউপির সব চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৪ মার্চ ২০২১

মোংলার ছয় ইউনিয়নের সব কটিতেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিষয়টি এখন এলাকায় ওপেন সিক্রেট।

প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করার কারণে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৪ মার্চ) ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে টিকে যান সবাই। ফলে ছয়টি ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্যদের মধ্যে।

উল্লেখ্য, এ ছয় ইউনিয়নে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫৪০। ১১ এপ্রিল এ ছয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মো. এরশাদ হোসেন রনি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।