পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২১
ফাইল ছবি

নেত্রকোনায় পিকআপের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদরের বাঘরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং নেত্রকোনা সদর কোর্টের কনস্টেবল।

পুলিশ জানায়, দুপুরে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে ময়মনসিংহের রামগোপালপুরে যাচ্ছিলেন। পথে দুপুর ২টায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আলামীন হোসাইন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ লাইনসে নেয়া হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচ এম কামাল/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।