চিকিৎসকের অবহেলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৯ মার্চ ২০২১

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আলহাজ্ব (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ করছেন স্বজনরা। সোমবার (২৯ মার্চ) সকালে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তার মৃত্যু হয়।

আলহাজ্ব জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বাঁশপুর গ্রামের গোলজার রহমানের ছেলে।

হাসপাতাল ও ভুক্তভোগীর স্বজনরা জানান, গত শনিবার (২৭ মার্চ) দুপুর ১ টা ৪৫ মিনিটে প্রতিবন্ধী আলহাজ্ব নওগাঁ সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সার্জারি বিভাগে ভর্তি হন। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জন ডা. মুক্তার হোসেন তার পাইলস অপারেশন করেন। এরপর তাকে সার্জারি বিভাগের ১৫ নম্বর বেডে রাখা হয়। অপারেশনের পর থেকে রোগীর রক্ত বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। একপর্যায়ে রক্ত শূন্যতায় সোমবার সকাল ৭টার দিকে আলহাজ্ব মারা যান।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মৌমিতা জলিল জুলি বলেন, ‘রোগীদের অপারেশনের পূর্বে তার স্বজনদের নিকট থেকে বন্ড স্বাক্ষর নেয়া হয়। অপারেশনের সময় কোনো ধরনের অঘটন ঘটলে চিকিৎসক-নার্স কোনোভাবেই দায়ী নয়। তারপরও রোগী কিভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হবে।’

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।