ব্যাংক থেকে বীর মুক্তিযোদ্ধার লাখ টাকা চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ মার্চ ২০২১

সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা থেকে বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিনের (৬৬) এক লাখ ১১ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে টাকা খোয়া যাবার পর থানায় অভিযোগ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগের মধ্যে রেখে অন্য একটি কাউন্টারের সামনে ভাউচার লিখছিলাম। এসময় আমার পাশে একজন বোরকা পরিহিত নারী দাঁড়ানো ছিল। কিছুক্ষণ পরে দেখি আমার ব্যাগের মধ্যে টাকা নেই। পাশের ওই নারীও নেই। ব্যাগের মধ্যে এক লাখ ১১ হাজার টাকা ছিল।’

ব্যাংকের শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘টাকা চুরি হবার বিষটি জেনে আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করি। ফুটেজে দেখা যায় বোরকা পরিহিত একজন নারী ওই মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানো ছিল। সুযোগ বুঝে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেছেন ওই নারী। আমরা টাকা খোয়া যাওয়া ব্যক্তিকে থানায় অভিযোগ করতে বলেছি। পুলিশ চাইলে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করব।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘টাকা চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শওকত বাবু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।