নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহসভাপতি হায়দার, সম্পাদক মুখলেছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩০ মার্চ ২০২১

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে জেলা প্রশাসক নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি।

মঙ্গলবার (৩০ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭০ ভোটারের মধ্যে ৬৮ জন ভোট দেন।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে এ কে এম আব্দুল্লাহ্, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাসেম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দফতর ও লাইব্রেরি সম্পাদক দিলওয়ার খান নির্বাচিত হন।

এছাড়া সদস্য পদে নাজমুশ শাহাদাৎ নাজু, আলপনা বেগম, শিমুল মিলকী ও ম কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।