দু’দিনেও মামলা হয়নি মুন্সিগঞ্জের সংঘর্ষের ঘটনায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:০০ এএম, ৩১ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ-হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ ও ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার দু’দিন পার হলেও কোনো মামলা হয়নি।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি বলে জাগো নিউজকে নিশ্চিত করেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজামান।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

jagonews24

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, মামলার জন্য কার্যক্রম চলছে। যদি আজ রাতে (মঙ্গলবার) সম্ভব হয় তবে আজ রাতেই মামলা দায়ের করা হবে। এছাড়া ঘটনার পর আটক ৮ জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৮মার্চ) সিরাজদিখান উপজেলার শিকারপুর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় হেফাজাত কর্মীরা সকাল থেকে হরতাল পালন করেন। দুপুর ১২টার দিকে হেফাজতকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেস অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

একই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও হেফাজত কর্মীদের বাধা দিলে পুলিশ হেফাজত কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এ সময় হেফাজতের নায়েবে আমীর মধুপুর পীর আব্দুল হামিদ, সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন ও ১০ পুলিশসহ ৩০ জন আহত হন।

jagonews24

পরে একইদিন উপজেলার রাজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭টি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিনকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৩১টি শেলাই করা হয়। আর গুলিবিদ্ধ হেফাজতের নায়েবে আমির আব্দুল হামিদকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে সিরাজদিখানের রাজানগর, তেঘরিয়া এলাকায় হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।