নিষেধাজ্ঞা অমান্য করে পাঠদান, ছয় কোচিং সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৩৪ এএম, ০১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

এই নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়ায় কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে ৬টি কোচিং ও ব্যাচভিত্তিক প্রাইভেট হোমকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) শহরের জলেশ্বরীতলা এলাকায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে এগুলো সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে জলেশ্বরীতলায় কোচিং এবং ব্যাচভিত্তিক প্রাইভেট হোমগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষকরা পালিয়ে যান। পরে ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ রোধে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।’

জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।