মাস্ক না পরায় ৭ পথচারীকে ৩১০০ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০১ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় নোয়াখালীর সুবর্ণচরের খাসেরহাটে সাত পথচারীকে তিন হাজার একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম ইবনুল হাসান ইভেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে চর জব্বার থানা পুলিশ।

ইউএনও ইবনুল হাসান জানান, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় সাত পথচারীকে তিন হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।