মানিকগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০২১

মানিকগঞ্জের ঘিওর ও শিবালয়ে দুই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফাতর করেছে পুলিশ।

এছাড়া ঘিওরে শালিসে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে দুই গ্রাম্য মাতবরকেও আসামি করা হয়েছে।

ঘিওরে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (৩৫) ঘিওর উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার আসামি মাতবর দুইজন হলেন- মান্নান ও জাবেদ।

শিবালয়ে ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার শওকত হোসেন (২১) উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় স্পেক্টা সোলার উৎপাদন কেন্দ্রের নিরাপত্তা কর্মী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনার দিন বিকালে শিশুটি সমবয়সীদের সঙ্গে খেলাধূলা করছিল।

এ সময় টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি যুবক আবু বক্কর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য শালিসের আয়োজন করা হয়। ধর্ষণের ঘটনা আপোষ অযোগ্য হলেও শালিসে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পুলিশ বিষটি জানতে পেরে ভিকটিমকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিকে জেলে পাঠানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, বৃহস্পতির (১ এপ্রিল) সকালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে শওকত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে এবং ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বি এম খোরশেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।