ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০২ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমিনুল ইসলাম (২৮) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) উপজেলার হরপাড়া এলাকা থেকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম উপজেলার হরপাড়া গ্রামের বাইতুল আকসা জামে মসজিদের ইমামতি করেন। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার কাকার বিল গ্রামের আবদুস সালাম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে হরপাড়া এলাকার বাইতুল আকসা মসজিদের মক্তবে একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে পড়তে যায়। এসময় মসজিদের ইমাম আমিনুল ইসলাম কৌশলে মেয়েটিকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটি প্রতিবাদ করলে আমিনুল তাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিতে চায় ও বিষয়টি কাউকে বলতে নিষেধ করে। শিশুটি টাকা না নিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়।

এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে একইদিন রাতে ওই ইমামের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ‘মামলা দায়েরের পর আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।