মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডারের অন্যতম আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিশে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় আলভী মুনতাসিম ওরফে অভি (২০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে এতথ্য নিশ্চিত করে ডিবি। এরআগে শুক্রবার ভোরে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভি এ হত্যা মামলার ৬ নম্বর আসামি।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, আসামি অভি ঢাকার পুরানা পল্টন এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি মামলা সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন, যা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

দ্রুত অগ্রগতির জন্য মামলাটি শনিবার (৩ এপ্রিল) ডিবি পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলেও জানান তিনি।

গত ২৪ মার্চ উত্তর ইসলামপুর এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত ১০টার দিকে দুই পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। সেখানে সৌরভ, সিহাব, শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধানের (৪০)। এ দুই পক্ষের সবার বাড়ি উত্তর ইসলামপুর এলাকায়।

নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন ২৬ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।