কিশোরগঞ্জে মাঠে নেমেছে মোবাইল কোর্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৩ এপ্রিল ২০২১

করোনায় সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কিশোরগঞ্জে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) সারা দেশে এক সপ্তাহের লক-ডাউন ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওষুধের দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং গণ-পরিবহনে একজন করে যাত্রী উঠানো নিশ্চিত করাসহ মাস্ক পরায় মানুষকে সচেতন করা হয়।

এ সময় মাস্ক না পরায় অর্থদণ্ড দেয়া হয় একাধিক পথচারীকে। শনিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে এসব নিশ্চিতে কাজ করবেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ‘লক-ডাউনে করণীয় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক না পরায় আর্থিক জরিমানা করা হয়।’

এদিকে কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮৪ জন । এরমধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৫৯৬। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২২১ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় ৬৭ জন মারা গেছেন।

নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।