ভোলায় ১৯ জেলের কারাদণ্ড, ১১ জেলের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০২১

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ইলিশ ধরায় ৪৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চরফ্যাশন উপজেলার চর মানিকা ও নজরুল নগর ইউনিয়নের মেঘনা-তেতুঁলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রুহুল আমিন ১৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও ১১ জেলেকে ৫ হাজার করে জরিমানা প্রদান করেন। এছাড়া ১৩ জেলের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযানে ২০ কেজি ইলিশ, ১৫ টি ট্রলার, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫টি বেহুন্দি জব্দ করা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।