ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৫ এপ্রিল ২০২১

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সেভেন স্টার ব্রিক ফিল্ডের (ইটভাটা) নির্গত ধোঁয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এর ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের ওই ব্রিক ফিল্ডের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

Bhola-1

এ সময় বক্তব্য দেন- ক্ষতিগ্রস্ত কৃষক মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলাম প্রমুখ।

তারা অভিযোগ করেন বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করি। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এবছর ইরি ধানের আবাদ করি। কিন্তু সেভেন স্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোঁয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন ঋণের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুশকিল হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। দ্রুত আমাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও কর্মসূচি পালন করব।

এ বিষয়ে জানতে চাইলে সেভেন স্টার ব্রিক ফিল্ডের এক মালিক মো. মানছুরুল হক বলেন, ‘আমাদের ইটভাটার কারণে কৃষকদের ফসলের কোনো ক্ষতি হয়নি। লবণাক্ত পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।’

Bhola-1

তিনি আরও বলেন, ‘আমাদের ইটভাটায় স্থানীয় কিছু শ্রমিক কাজ করতো। কাজে অবহেলার কারণে কয়েকজনকে বাদ দিয়ে দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে।’

এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী- চৌধুরী বলেন, ‘কৃষকরা আমাদের কাছে এসেছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২-৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে।’

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।