ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সেভেন স্টার ব্রিক ফিল্ডের (ইটভাটা) নির্গত ধোঁয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এর ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের ওই ব্রিক ফিল্ডের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য দেন- ক্ষতিগ্রস্ত কৃষক মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলাম প্রমুখ।
তারা অভিযোগ করেন বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করি। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এবছর ইরি ধানের আবাদ করি। কিন্তু সেভেন স্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোঁয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন ঋণের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুশকিল হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। দ্রুত আমাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও কর্মসূচি পালন করব।
এ বিষয়ে জানতে চাইলে সেভেন স্টার ব্রিক ফিল্ডের এক মালিক মো. মানছুরুল হক বলেন, ‘আমাদের ইটভাটার কারণে কৃষকদের ফসলের কোনো ক্ষতি হয়নি। লবণাক্ত পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইটভাটায় স্থানীয় কিছু শ্রমিক কাজ করতো। কাজে অবহেলার কারণে কয়েকজনকে বাদ দিয়ে দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে।’
এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী- চৌধুরী বলেন, ‘কৃষকরা আমাদের কাছে এসেছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২-৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে।’
জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস