মাটির নিচ থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৬ এপ্রিল ২০২১

নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নে মো. মিজানুর রহমান আশরাফুল (৬) নামের নিখোঁজ এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) রাত ৮টায় নজরপুর গ্রামের তেলি পুকুর এলাকার বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের মীর বাড়ির আবুল কাশেম মীরের ছেলে। সে স্থানীয় গাজীরহাট সানরাইজ একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় নিহতের বাবা গত শুক্রবার (২ এপ্রিল) রাতে থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি করেছিলেন।

নিহতের পরিবার জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় মিজানুর তার নানার বাড়ি নজরপুর এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি।

জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি তেলি পুকুর এলাকার বাঁশ বাগানে পচা গন্ধ ও মাছি উড়তে দেখে মাটির নিচে কিছু আছে বলে সন্দেহ করেন। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এনিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।