ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৬ এপ্রিল ২০২১

নাটোরে আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ীর ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পলাশী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রাব্বানী (২৩), নাটোর সদর উপজেলার আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু (৩৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার গোবরচোপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ হোসেন।

পুলিশ সুপার জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি ভোরে পান ব্যবসায়ী আবুল কালাম আজাদ তিনসঙ্গীসহ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রাম থেকে অটোরিকশাযোগে নাটোর সদর উপজেলার গোকুলনগর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আলাইপুর এলাকায় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে মারধর করে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরদিন ১৮ জানুয়ারি আবুল কালাম আজাদ নাটোর সদর থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে পুলিশের চারটি দল নাটোর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ৩ এপ্রিল রাব্বানী, ৪ এপ্রিল মিন্টু ও আরিফ নামের তিন আসামিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তাদের আদালতে হাজির করা হলে দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

এসপি লিটন কুমার সাহা বলেন, ‘নাটোর শহরের কাউকেই আমরা কোনপ্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে দেবো না। যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, নাগরিক নিরাপত্তার স্বার্থে তাদের আইনের আওতায় আনা হবে।’

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।