লকডাউনে বিয়ে, কনের মায়ের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৬ এপ্রিল ২০২১

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় নোয়াখালীর হাতিয়ায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজিব কান্তি রুদ্র এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ওছখালী বাজার সংলগ্ন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুর রহিমের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম সৃষ্টির দায়ে আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে দিয়ে বিয়ে বন্ধ ও খাওয়া-দাওয়া নিষিদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল এবং মুখে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হয়।

আরএইচ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।