জালে আটকা পড়ল নিখোঁজ জেলের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:০৩ এএম, ০৭ এপ্রিল ২০২১

মানিকগঞ্জের পদ্মা নদীতে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজের দু’দিন পর জেলেদের জালে আটকা পড়ে রহমত আলীর (৪৫) মরদেহ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

রহমত আলীও পেশায় একজন জেলে ছিলেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে তার মরদেহ পাওয়া যায়।

রহমত আলীর বড়ি জেলার শিবালয় উপজেলার ঝড়িয়ারবাগ গ্রামে। তার বাবার নাম বেলায়েত আলী।

পারিবারিক সূত্র জানায়, রোববার (৪ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের পদ্মা নদীতে রহমত আলী প্রতিবেশী সামসুদ্দিন ও এরশাদের সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা ঝড়ের কবলে পড়েন।

এ সময় নৌকা থেকে সামসুদ্দিন ও রহমত আলী নদীতে পড়ে যান। সামসুদ্দিন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন রহমত আলী। প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তৎপরতা চালায়। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।

পাটুয়িয়া ঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, পাটুরিয়া ঘাটের অদূরে এক মাছ শিকারীর জালে রহমত আলীর মরদেহ আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।