দিনাজপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২১

দিনাজপুরের হিলিতে পুরাতন মূল্য তালিকা ও ফার্মেসিতে ফ্রি ওষুধ বিক্রি ও নিম্নমানের খাবার তৈরির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি বাজারে অভিযান চালিয়ে পুরাতন মূল্য তালিকা রাখার অভিযোগে দুই দোকানিকে ৮ হাজার টাকা, কোম্পানির দেয়া ফ্রি ওষুধ রেখে বিক্রি করার অভিযোগে সরকার ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ডাঙ্গাপাড়া বাজারে নিম্নমানে খাবার তৈরির অভিযোগে কালাম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদফতর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যেকোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে।

এমদাদুল হক মিলন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।