পঞ্চগড়ে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
পঞ্চগড়ে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জগদল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শহিদুল শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের ছেলে। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম জয়তুন বেগম (৫০)।
পুলিশ জানায়, শনিবার (৩ এপ্রিল) দুপুরে শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়তুন বেগমকে হত্যা করেন শহিদুল ইসলাম। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় জয়তুনের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ঘটনার দিন মামলা দায়ের করেন। এতে ছেলে শহিদুল ইসলামকে আসামি করা হয়। বুধবার
গোপন সংবাদের ভিত্তিতে জগদল বাজারে ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ পরিদর্শক (এসআই) ভবেষ পাল জানান, গ্রেফতারের পর শহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/এসআর/জিকেএস