স্রোতে ভেসে জালে আটকাল অজগরের বাচ্চা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০২১

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে রেশমা বেগম নামে এক নারী জেলের জালে আটকা পড়েছে অজগরের একটি বাচ্চা।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে বন বিভাগের কর্মকর্তারা অজগরের বাচ্চাটি উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন।

স্থানীয়রা জানান, স্রোতের টানেই মূলত সুন্দরবন থেকে ভেসে এসেছে অজগর সাপটি। সাপটি প্রায় আট ফুটের মতো লম্বা।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘সকালে নদীতে মাছ ধরার সময় হঠাৎ জালে আটকা পড়ে অজগরটি। এরপর রেশমা বেগম বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা সাপ ধরা পড়ার বিষয়টি বন বিভাগকে অবহিত করলে কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।’

মো. এরশাদ হোসেন রনি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।