দ্বিতীয় ডোজের টিকা নিলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা ২০মিনিটের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

টিকা নিয়ে মেয়র তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে লিখেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার। বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আমি নিজে গ্রহণ করে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জনসাধারণকে ভ্যাকসিন নিতে আহ্বান জানাচ্ছি।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।