হৃদরোগে আক্রান্ত হয়ে নাটোরের শিক্ষা কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২১

নাটোর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। রোববার (১১ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মৃত মঈনুল হাসানের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।

নাটোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৬ এপ্রিল) মঈনুল হাসান হৃদরোগে আক্রান্ত হন। তার শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসরাম রমজান জানান, মাত্র একমাস আগে তিনি নাটোরের অফিসে যোগদান করেছিলেন।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।