নারীসহ আটক স্বাস্থ্য কর্মকর্তা, অপসারণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১১ এপ্রিল ২০২১

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (১১ এপ্রিল) ভোরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এক নারীসহ আটক হন ডা. সোলায়মান হোসেন মেহেদি। তবে এ ঘটনায় নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করেছেন ওই কর্মকর্তা।

নারী কেলেঙ্কারির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ এমন মানহানিকর কাজ করছেন।’

দিনাজপুর সিভিল সার্জন অফিসার ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘এটা ওই স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এখন দেখা যাক কর্তৃপক্ষ কী করে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহেদ আলী সরকার, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রয়েল হোসেন, ব্যবসায়ী হাসনাত আলী প্রমুখ।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।