বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, দমকলকর্মীদের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত অন্তত আটটি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেল তিনটার দিকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক আগুন লাগার পর সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই আগুনে পুড়ে গেছে অন্তত আটটি ঘর।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত টিম পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট-পাটেকল ছোড়ে। আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসতে বাধ্য হই। কী কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না।

উল্লেখ্য, গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি হিসেবে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বসতি ও দেড় হাজার দোকানপাট পুড়ে যায়। গৃহহীন হয়ে পড়ে প্রায় ৪৫ হাজার আশ্রিত রোহিঙ্গা। ওই ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে নারী ও শিশুসহ অন্তত ১১ জনের।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।