যুবকের লাশ রেখে পালালেন স্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:১৮ পিএম, ১২ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আকাশ তার স্ত্রী ও বড় ভাই ও ভাবিসহ তারাব এলাকার শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার বিকেলে প্রতিবেশীরা আকাশের ঘরে কারও সাড়া না পেয়ে ডাকাডাকি এবং এক পর্যায়ে দরজায় ধাক্কা দেয়। পরে জানালা দিয়ে আকাশকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। 

পুলিশ ঘটনাস্থলে আকাশের স্ত্রী, বড় ভাই ও ভাবিকে পায়নি। তারা পলাতক রয়েছে। বাড়িতে কাউকে না পাওয়ায় আকাশের বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।