সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আসছে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৪ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ১৮ এপ্রিল থেকে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আসছে। ওইদিন এর উদ্বোধন করা হবে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন এবং ৫০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

তিনি আরও জানান, বুধবার থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হচ্ছে।

jagonews24

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সামিউল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

রেজাউল করিম রেজা/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।