কাদের মির্জার ৫ সহযোগীকে গ্রেফতারে আ.লীগের আল্টিমেটাম
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পাঁচ সহযোগীকে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে এ আল্টিমেটাম দেন।
তাদের দাবি কাদের মির্জার সঙ্গে পৌরসভায় অবস্থান করা পাঁচ সহযোগী প্রতিনিয়ত ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগ নেতাদের চরিত্রহনন করছেন। তাদেরকে ১৭ এপ্রিলের মধ্যে গ্রেফতার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
ওসির সঙ্গে সাক্ষাতের সময় মিজানুর রহমান বাদল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক ছাত্রলীগ নেতা হাসিব আহসান আলাল, সেতুমন্ত্রীর ভাগিনা ফখরুল ইসলাম রাহাতসহ ৭-৮ নেতা উপস্থিত ছিলেন।
এএইচ/এমএস