মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০২১

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জসিম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ৯টায় উপজেলার বাশকান্দি ইউনিয়নের সুম্ভুক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম একই এলাকার চাঁনমিয়া হাওলাদারের ছেলে। তিনি তনাই মোল্লা নামের এক ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে জসিম তনাই মোল্লার মোটরসাইকেল নিয়ে পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল। হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের কাছে খাদে পড়ে যায়। এতে জসিম আহত হন।

পরে স্থানীয়রা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাসিরুল হক/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।