মৃত ব্যক্তিদের গোসলে নিয়োজিত খাদেমদের মাঝে পিপিই বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২১

মোংলা পৌরসভার বিভিন্ন কবরস্থানে মৃত ব্যক্তিদের গোসলের কাজে নিয়োজিত খাদেমদের মাঝে করোনা সুরক্ষা পোশাক পিপিই বিতরণ করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নিজ কার্যালয়ে খাদেমদের মাঝে করোনা সুরক্ষা পোশাক পিপিই বিতরণ করেন তিনি।

পিপিই প্রদান অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে শেখ কামরুজ্জামান জসিম বলেন, আমি মনে করি করোনার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন যারা মৃত ব্যক্তিদের গোসলে নিয়োজিত থাকেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমার এ উদ্যোগ গ্রহণ করা।

এ সময় তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। একান্ত প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের পাশে সর্বদা ছিলাম। বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকব।

এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলামিন সানি, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সাগর, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মো. সুজন, মোংলা যুব ফোরাম সভাপতি মো. পারভেজ খান প্রমুখ।

এরশাদ হোসেন রনি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।