প্রেমিকার ছবি ইন্টারনেটে দিয়ে শ্রীঘরে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে অনিক বসু (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলার রাজপাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অনিক বসুকে গ্রেফতা করে। এর আগে সকালে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় ফকিরহাট থানায় মামলা করেন ওই মেয়ে। প্রতারণার শিকার মেয়েটি খুলনা একটি পলিটেকনিকে ডিপ্লোমার শিক্ষার্থী।

আটক অনিক বসু ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতার অনিক বসুর সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুযোগে মেয়েটি অনিক বসুকে তার ফেসবুকের পাসওয়ার্ড দেই। একসময় সম্পর্কের অবনতি ঘটলে অনিক তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন অশ্লীল পোস্ট করে। পরবর্তীতে মেয়েটি থানায় মামালা করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মেয়েটির মামলার ভিত্তিতে অনিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।