১৫ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৭ এপ্রিল ২০২১

হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টায় ইলিশা ফেরি ঘাট থেকে যানবাহন নিয়ে কৃষাণী নামের একটি ফেরি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপারেশনের (বিআইডব্লিউটিসি) ভোলা ইলিশা ফেরি ঘাটের ইনচার্জ পারভেজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কাল বৈশাখী ঝড়ের কারণে ইলিশা ঘাটের একটি লো-ওয়াটার ও একটি হাই ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল ৬টা থেকে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। পরে বিআইডব্লিটিএ দিনব্যাপী ঘাট মেরামত করে।

ইলিশা ফেরি ঘাটের ইনচার্জ আরও জানান, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে কিষাণী নামে ফেরিটি যানবাহন লোড নেয় এবং রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট থেকে মজু চৌধুরী ঘাটের উদ্দেশে রওনা হয় ফেরিটি।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।