জাটকা বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০২১

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে কালকিনির মিয়ারহাটে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার ও পারভেজ সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারি মাছের আড়কে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় ৫ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ কেজি জাটকা জব্দ করা হয়।

Jatka

আটক ৫ ব্যবসায়ীর প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান। এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় দান করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান জানান, জাটকা বিক্রির দায়ে ৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।