‘শিশুবক্তা’ রফিকুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৮ এপ্রিল ২০২১
ফাইল ছবি

‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলামকে দুদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

রফিকুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুবক্তা রফিকুল ইসলামকে হাজতি নম্বর-৯৩৮/২১ গাছা থানার একটি মামলায় দুপুরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল গ্রেফতার দেখানো হয়। ৭ এপ্রিল তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরদিন বাসন থানায়ও একই আইনে অপর একটি মামলা করা হয়।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।