জুয়েল হত্যা : আরও এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০২১

পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গোলাম মর্তুজা অনিক (২৯) নামের আরও এক আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতার গোলাম মর্তূজা অনিককে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগার পাটানোর আদেশ দেন।

লালমনিরহাট ডিবি (ওসি) ওমর ফারুক জানান, রোববার (১৮ এপ্রিল) সকালে শ্রীরামপুর ইউপির ইসলামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কোর্টে আত্মসমর্পণকৃত আসামি ১২ জন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সে দীর্ঘ দিন আত্নগোপনে ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

রবিউল হাসান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।