রিকশায় ঘুরতে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০২১

ভোলার সদর উপজেলায় রিকশায় ঘুরতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালক মো. সেলিমকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

রোববার (১৮ এপ্রিল) বেলা সাড় ১১টার দিকে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশুটির চাচা অভিযোগ করেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার ভাতিজিসহ চার শিশু বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। ওই সময় রিকশা চালক মো. সেলিম তাদের ঘুরতে নেয়ার কথা বলে রিকশায় ওঠায়। পরে বেড়িবাঁধ এলাকায় নিয়ে তিন শিশুকে রিকশায় রেখে সাত বছরের ওই শিশুকে বাঁধের পাশে নিয়ে ধর্ষণ করে। চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে এবং সেলিমকে আটক করে। পরে গুরুতর অবস্থায় শিশুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবদুল মজিদ শাকিল জানান, ওই শিশুটিকে দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা অভিযুক্ত সেলিমকে আটক করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি।’

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।