প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৪৬ এএম, ১৯ এপ্রিল ২০২১

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় শাহিন আলম (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শাহিন ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের মো. ফারুকের ছেলে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ওই যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর প্রেক্ষিতে রোববার (১৮ এপ্রিল) বিকেলে তাকে বাড়ি থেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।