পাহাড়ি খাদে ট্রাক, চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৯ এপ্রিল ২০২১

রাঙ্গামাটিতে পাহাড়ের খাদে পড়ে সবুজ নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় দুইজন আহত হন। তারা বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটির সদরের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফলবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসার পথে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় সকালে ট্রাক খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পড়ে সেখান থেকে চালকের লাশ ও আহত দুইজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাকটিতে তিনজন ছিল। যাদের মধ্যে চালক মারা গেছেন। অপর দুইজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

শংকর হোড়/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।