জামিনে বেরিয়ে ফের মাদক নিয়ে ধরা, যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২১

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ফোরহাদ হোসেন (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফোরহাদ হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরহাদ হোসেন ও তার ভাই ছোহরাব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। ফোরহাদ হোসেনকে ২০১৫ ও ২০১৯ সালে মাদকদ্রব্যসহ দুইবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফোরহাদ হোসেন আবারও মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িয়ে পড়েন।

তারই ধারাবাহিকতায় রোববার রাতে ফোরহাদ হোসেন তার নিজ বাড়ির পাশে মাদক সেবীদের কাছে ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফোরহাদ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফোরহাদ হোসেন ও তার ভাই ছোহরাব আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘ফোরহাদ হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। তাকে মাদকসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।