বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৭ জন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া পাঁচজন হলেন, গাবতলী উপজেলার রওশন আরা (৫০), সিরাজগঞ্জে উল্লাপাড়ার জিল্লুর রহমান (৫৫), বগুড়া জলেশ্বরীতলার শেফালী বেগম (৮০) শহরের শিববাটি এলাকার ইমদাদুল হক (৭৭) এবং সারিয়াকান্দির চিলপাড়া এলাকার রফিকুল ইসলাম (৫৫)। তাদের মধ্যে রওশন আরা, জিল্লুর রহমান মোহাম্মাদ আলী হাসপাতালে আর বাকি তিনজন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, ১৮ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৫টি নমুনায় ৬২ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৬টি নমুমায় ছয়জনের পজিটিভ এসেছে।
গত ২৪ ঘণ্টায় ৩২১টি নমুনার ফলাফলে সদরে ৬০, শিবগঞ্জে ৩, শাজাহানপুরে ৪ এবং দুপচাচিয়া একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১৪১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১১০ জন। মারা গেছেন ২৭৭ জন।
এএইচ/এমকেএইচ