করোনাকালে ঋণ আদায় করায় জাগরণী চক্রকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৯ এপ্রিল ২০২১

বাগেরহাটে করোনাকালে চাপ দিয়ে ঋণ আদায়ের অপরাধে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে করোনাকালে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিৎ দেবনাথ।

ইউএনও বলেন, ‘করোনাকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগরণী চক্র ফাউন্ডেশন গ্রাহকদের চাপ দিয়ে ঋণ আদায় করছিল। এই অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও জাগরণী চক্র ফাউন্ডেশনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছিল। আমরা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাধাল শাখাসহ কয়েকটি এনজিওর বিভিন্ন শাখাকে সতর্ক করেছিলাম। কোনো এনজিও যদি কিস্তির জন্য ঋণ গ্রহীতাদের চাপ প্রদান করে তাহলে আমাদেরকে জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদেরও বলা হয়েছে। কোনো এনজিওর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাট/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।