নোয়াখালীতে ৫ ভাড়াটিয়া সন্ত্রাসীকে ধরে পুলিশে দিলো গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ এপ্রিল ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে পাঁচ ভাড়াটিয়া সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এসময় তাদের সঙ্গে থাকা ছয়টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বচাদপুর গ্রামের মুন্সিবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন, ভানুয়াই গ্রামের আরাফাত হোসেন, পাতোয়া গ্রামের শাওন, লিমন, শিমুলিয়া গ্রামের আরমান ও সোনাইমুড়ীর আকরাম হোসেন। 

স্থানীয়রা জানায়, সোনাইমুড়ী উপজেলার পূর্বচাদপুর গ্রামের মুন্সিবাড়ির খুরশিদ ও মাঈনের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে সোমবার প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঈন তার পক্ষে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আসে।

পরে প্রতিপক্ষ খুরশিদের ওপর আক্রমণ করতে গেলে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ছয়টি মোটরসাইকেলসহ পাঁচজন আটক অবস্থায় আছে। থানায় দেয়া অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।