কোম্পানীগঞ্জ থানা হাজতের ছবি ফেসবুকে ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২০ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা হাজতের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি দুটি মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তোলা।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানা হাজতের লোহার একেবারে কাছে দাঁড়িয়ে গ্রেফতার তার চার অনুসারীর সঙ্গে কথা বলছেন।

অপর ছবিতে দেখা যায়, কাদের মির্জার অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন হাজতের ভেতরে বসে আছেন। তকে কে বা কারা আইন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ছবি ধারণ করেছে, সে বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, ‘আমরা নিচতলায় বসি। হাজতখানা হচ্ছে দ্বিতীয় তলায়। তাদের কেউ হয়তো এ ছবি তুলেছে।’

উল্লেখ্য, সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মির্জা কাদেরের সাত অনুসারীকে আটক করে। পরে কাদের মির্জা মঙ্গলবার সকালে থানা হাজতে অনুসারীদের দেখতে যান। পরে লাইভে এসে তিনি পুলিশের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ তোলেন।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।