ফোন করলেই বিনামূল্যে রোগীর কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২০ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত রোগী এবং অন্যান্য রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে বাগেরহাটের মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় মা ডায়াগনস্টিক সেন্টারে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ কামরুজ্জামান জসিমের ব্যবস্থাপনায় এবং শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান বলেন, দেশের এই দুর্দিনে আমরা যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াব। আমি এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের রক্তযোদ্ধাদের ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হওয়ায় এ এলাকার জনসাধারণ বিশেষ প্রয়োজনে অক্সিজেন সেবা পাবে।

জানতে চাইলে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের কর্ণধার ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শেখ কামরুজ্জামান জসিম বলেন, যদি কোনো অসুস্থ রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের বাড়িতে গিয়ে বা কেউ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তার কাছে বিনামূল্যে অক্সিজেন ভর্তি সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।

তিনি চিকিৎসা-সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ০১৭১০২৬০৫৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এরশাদ হোসেন রনি/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।