নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ এপ্রিল ২০২১

নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১০৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল জানা গেছে। আক্রান্তের হার ১০ দশমিক ৬৭ শতাংশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজন সদর ও সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৮ জন।

সিভিল সার্জন অফিস জানায়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে নোয়াখালী সদরে ১৮ জন, হাতিয়ায় এক জন, বেগমগঞ্জে আট জন, সোনাইমুড়িতে তিন জন, চাটখিলে দুই জন, সেনবাগে ছয় জন ও কবিরহাটে দুই জন। জেলায় মোট আক্রান্ত সাত হাজার ৭১ জন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ জন, মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩২৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ২৫ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৪ জন।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।